“অনেকদিন ধরেই এমন একটা কোর্স খুঁজছিলাম, যেখানে কাজ শেখার জন্য এবং করার জন্য ফোর্স করা হবে, সাথে ফিউচার অরিয়েন্টেড রিয়েলিস্টিক কিছু গাইডলাইন থাকবে।
Prince ভাই এর Membership নিয়ে ঠিক সেরকমই কিছু খুঁজে পেলাম। শুধু কাজ খুঁজে পাওয়া না, একটা দীর্ঘস্থায়ী বিজনেস মডেল তৈরি করে, নিজের গোল সেট করা, কাস্টোমার এভাটার তৈরি করে প্রুভেন কমিউনেকেশন মেসেজ দেওয়া এবং সেলস ফানেল এর মাধ্যমে ক্লায়েন্টকে যুক্ত করে লং-টার্ম সার্ভিস সেল করার সব বিষয়ই খুবই ইফেক্টিভলি শিখলাম, সবচেয়ে বেশী কার্যকর ছিল প্রতিদিনের এসাইনমেন্টগুলো, যা ফোকাস ধরে রাখতে সাহায্য করেছে। ধন্যবাদ মেন্টর প্রিন্স ভাইকে। কোর্স শেষ হওয়ার আগেই রিভিও দিচ্ছি, কারণ ইতোমধ্যে ২ টা ক্লায়েন্ট এর সাথে লং টার্ম কাজ শুরু করেছি, আরো কয়েকটা কথা চলছে!”